Our Mission


) প্রাক-প্রাথমিক ,  প্রাথমিক, কিশোর- কিশোরী এবং বয়স্কদের জন্য আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা।  

) ভাসমান শিশুদের শিক্ষা , স্বাস্থ্য পেশাগত দক্ষতা  বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা। 

) মানষিক প্রতিবন্ধী শিশুদের ,স্বাস্থ্য পেশাগত দক্ষতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা। 

) মানবাধিকার নিশ্চিতকরণের  লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা। 

)  কিশোর - কিশোরী অপরাধীদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা পুনর্বাসনের ব্যবস্থা করা। 

) দরিদ্র জনগোষ্ঠির মধ্যে আইনি সহায়তা আইন শিক্ষা  কর্মসূচি গ্রহণ করা

) জনগনের মধ্যে পুষ্টিজ্ঞান  সম্পর্কে ধারণা প্রদান এবং পুষ্টিঘাটতি জনিত বিভিন্ন রোগ তার প্রতিকার সম্পর্কে জ্ঞান প্রদান। 

) যৌতুক , বহুবিবাহ , বাল্যবিবাহ রোধকল্পে উদ্বুদ্ধকরণ  কার্যক্রম পরিচালনা করা। 

) সংশ্লিষ্ট বিভাগীয় কতৃপক্ষের অনুমোদনক্রমে গ্রামীন দরিদ্র পশ্চাদপদ জনগোষ্টীর , বিনামূল্যে চিকিতসা  স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের মাধমে সেবা প্রদান করা।    

১০) পোলিও মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা।    পি কার্যক্রমসহ স্বাস্থ্য বিষয়ক সকল কার্যক্রম বাস্তবায়ন করা। 

১১) সংশ্লিষ্ট বিভাগীয় কতৃপক্ষের অনুমোদনক্রমে গর্ভজনিত / মাতৃত্বজনিত মৃত্যুর হার কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা এবং এমআরডিএন্ডসি এর মাধমে প্রজনন ক্ষমতা হ্রাস করা।  

১২) পরিবার পরিকল্পনা কর্মসূচির আওতায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করা।  

১৩) স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং বিনামূল্যে বস্তিবাসী দরিদ্রদের মধ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ।  

১৪) বৃত্তিমূলক ব্যবহারিক শিক্ষা  প্রকল্প বাস্তবায়ন করা  

১৫) দুর্যোগকালীন সময় জনকল্যাণে সেবামূলক কাজে অংশগ্রহন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। 

১৬) দারিদ্রতা বিমোচন কর্মসূচির আওতায় দুঃস্থ্য, ভূমিহীন, এবং নিম্ন আয়ের জনগনের জন্য বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ।  শিক্ষিত - অশিক্ষিত বেকার অবহেলিত যুবক- যুবতী বিধবা মহিলাদের দল গঠন করে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধমে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ আয়বৃদ্ধি কর্মসূচি পরিচালনা করা।  

১৭) গ্রামীন অবহেলিত , দুস্থ দরিদ্র জনগোষ্টির স্বনির্ভর করার জন্য দলগঠন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা অর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। 

১৮)দারিদ্র অবহেলিতজনগস্তির আয়বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পণ্য প্রস্তুতির উদেশ্যে কুটিরশিল্প স্থাপন ঐসকল শিল্পের পণ্য বাজারজাতকরণ। 

১৯) বাংলাদেশের সমাজের প্রতিটি স্তরে মহিলারা অবহেলিত।  তাদের অধিকার উপেক্ষা করে একটি জাতির উন্নয়ন সম্ভব না।  তাই মহিলাদের উন্নয়নে এবং তাদের স্ব-নির্ভর করার জন্য বিভিন্ন দক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান , তাদের স্বার্থ অধিকার সংরক্ষণে  প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ।  মহিলাদের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ। 

২০) শিক্ষিত বেকার যুবক / যুবতীদের কর্মসংস্থানের এবং দক্ষ জনশক্তিতে পরিনত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা।  এজন্য কম্পিউটার ডাটা এন্ট্রি ফার্ম , ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স ফার্ম প্রতিষ্ঠা করা।   সংশ্লিষ্ট যথাযথ  কতৃপক্ষের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হবে  

২১) দেশের আধুনিক চিকিত্সা বঞ্চিত জনগোষ্ঠির  জন্য সুলভে উন্নত প্রযুক্তির চিকিত্সা স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশে সংশ্লিষ্ট যথাযথ  কতৃপক্ষের অনুমোদনক্রমে আধুনিক বাতিক্রমধর্মী হাসপাতাল / ক্লিনিক স্থাপন করা।  

২২) দুঃস্থ মেধাবী ছাত্র- ছাত্রীদের জন্য বিনামুলে শিক্ষা উপকরণ বৃত্তি প্রদান।  সাধারণ ছাত্র - ছাত্রীদের জন্য টিউটোরিয়াল সেন্টারের মাধমে তাদের শিক্ষা প্রদানে সহায়তা করা এবং স্পনসরশিপ প্রোগ্রামের মাধ্যমে দরিদ্র স্কুলগামী ছাত্র / ছাত্রীদের শিক্ষা লাভের পথ সুগম করে দেযা।  

২৩সামাজিক বনায়নের লক্ষ্যে নার্সারী স্তাপন , সল্পমুল্য চারা বিতরণ বনায়ন কার্যক্রম পরিচালনা করা। 

২৪) বিভিন্ন প্রকার আয় বৃদ্ধিমূলক প্রকল্প , যেমন -বাড়ির আঙ্গিনায় শাক- সবজি চাষ  , হাস মুরগি পালন , গবাদি পশু পালন মোটাতাজাকরণ , মত্স্য চাষ , ক্ষুদ্র ব্যবসা বা অনুরূপ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থায়ন , প্রশিক্ষণ , বাজারজাতসহ প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান


জেলা প্রশাসক

অতিরিক্ত জেলা প্রশাসক

শাখা কর্মকর্তা

দিল আফরোজ

জরুরি হটলাইন

সার্বিক তত্ত্বাবধানে
জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা
সার্বিক সহযোগিতায়
ঢাকা জেলায় কর্মরত এনজিও সমূহ
Design,Concept And Development By
RONBD.COM