About Us


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
World Vision Bangladesh
আবেদিন টাওয়ার (৩য় তলা), ৩৫ কামাল আতাতুর্ক এ্যভিনিউ, বনানী, ঢাকা।
www.wvi.org/bangladesh
Working Area: -
Work For: - ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমন্বিত অগ্রাধিকারের ভিত্তিতে, অংশীদারিত্বের দর্শনে এবং মানবীয় পরিবর্তনের উন্নয়নের জন্য এবং উদ্দেশ্যের প্রতি বিশ^স্ত থেকে কাজ করছে । ১) স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপদ পানি ও পয়: নিষ্কাশন কর্মসূচী ২) জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচী ৩) কার্যকর স্বাক্ষরতা ও জীবন দক্ষতার বিকাশ কর্মসূচী ৪) উন্নয়ন কর্মকান্ডে জনসম্পৃক্ততার মধ্য দিয়ে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ ও তাদের অধিকার বিষয়ে এডভোকেসী করার দক্ষতা বৃদ্ধি ও দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান । স্বাস্থ্য খাতে-প্রাথমিক স্বাস্থ্য সেবা, পুষ্টি কার্যক্রম, সিআইএমসি আই কার্যক্রম, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ক সচেতনতা বৃদ্ধি, সরকারের ইপিআই ও এনআইডি কার্যক্রমে সক্রিয় সহযোগিতা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন । অর্থনৈতিক উন্নয়ন খাতে- দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন, আরবান নেইবারহুড ডেভেলপমেন্ট কমিটির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, জেন্ডার বিষয়ক সচেতনতা, দুর্যোগ বিষয়ক সচেতনতা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন । শিশু ফোরামের দক্ষতা বৃদ্ধি, শিশুদের জীবন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনপা কমিটি সদস্যদেও সাথে সচেতনতা সভা, শিক্ষা উপকরণ সহায়তা, শিক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক সমাবেশ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন । এছাড়াও স্পন্সরশীপ ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ।


জেলা প্রশাসক

অতিরিক্ত জেলা প্রশাসক

শাখা কর্মকর্তা

দিল আফরোজ

জরুরি হটলাইন

সার্বিক তত্ত্বাবধানে
জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা
সার্বিক সহযোগিতায়
ঢাকা জেলায় কর্মরত এনজিও সমূহ
Design,Concept And Development By
RONBD.COM